১৫ দিনের ব্যবধানে
চলতি মাসের ৫ এপ্রিল কুষ্টিয়ার মিরপুর পৌরসভার সুলতানপুর মহল্লা থেকে দুই সন্তানের জননী সানজিদা খাতুন (২০) নামের লাশ উদ্ধার করে পুলিশ।
ওই ঘটনার রেশ না কাটতেই ১৫ দিনের দিনের মাথায় আজ সকালে সুলতানপুর মহল্লারই মধ্যপাড়ায় শ্বশুরবাড়ী থেকে লাবণী খাতুন (২৩) নামের এক সন্তানের জননী এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে মিরপুর থানা পুলিশ।
লাবণীর শ্বশুর বাড়ীর লোকজনের দাবী লাবণী আত্মহত্যা করেছে। অন্যদিকে লাবণীর পিতার পরিবারের দাবী যৌতুকের কারণে স্বামী ও শ্বশুরবাড়ীর লোকজন তাকে নির্মমভাবে নির্যাতন করে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেবার চেষ্টা চালাচ্ছে।
পুলিশ লাশ উদ্ধারের আগে থেকেই লাবণীর স্বামী তুহিন (৩০) পলাতক রয়েছেন। তুহিন ওই গ্রামের জামুর ছেলে।
অন্যদিকে নিহত গৃহবধু লাবণী খাতুন একই মহল্লার সুলতান মণ্ডলের মেয়ে।