কুষ্টিয়ার মিরপুরে মিজানুর রহমান (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা।
শনিবার (১৮ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পোড়াদহ ইউনিয়নের চিথলিয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেরারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেন। মিজানুর রহমান গাইবান্ধা জেলার খামার বোয়ালী গ্রামের মসলেম উদ্দিনের ছেলে।
ওসি আবুল কালাম জানান, সকালে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেরারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। ওই যুবকে কুপিয়া হত্যা করা হয়েছে। তবে ঘটনায় সাথে জড়িত কাউকে এখনো আটক করা যায়নি।