আজ শনিবার (১৩ জুন) সকালে কুষ্টিয়া মিরপুর পৌরসভার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মাস্কবিহীন চলা ফেরা করার অপরাধে ১১ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ৫ হাজার দুই শত টাকা জরিমানা আদায় করেছে।
অভিযানে নেতৃত্ব দেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস।
মিরপুর উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস জানান, সমাজের প্রতিটি মানুষ এখন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বর্তমান পরিস্থিতি বিবেচনায় মাস্ক ব্যবহার না করা একটি মারাত্মক অপরাধ ও গোটা সমাজের জন্য হুমকি স্বরূপ। বিধায় আমাদের সবারই উচিত সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা।
এ সময়ে মিরপুর থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।