কুষ্টিয়াতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ঔষধ ফার্মেসিতে জরিমানা।
আজ ২৩/৪/২০১৯ ইং তারিখ মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া কার্যালয় কতৃক অভিযানে মিরপুর উপজেলায় নওপাড়া বাজারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় দায়ে নাদিয়া ফামের্সীর মালিক মোঃ নাসির উদ্দিন কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ১০,০০০/-টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এসময় ক্যাব ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগন উপস্থিত ছিলেন।
এই বিষয়ে কু্ষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, জনসার্থে এই সকল অভিযান অব্যাহত থাকবে ।