কুষ্টিয়ার মিরপুরে এসএসসি পরীক্ষার্থী তানিয়া আক্তার বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। শুক্রবার সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ছাতিয়ান কলেজপাড়া গ্রামে তার নিজ বাড়িতে আত্মহত্যার চেষ্টা করে সে।
এসএসসি পরীক্ষার্থী তানিয়া উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ছাতিয়ান কলেজপাড়া গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে। গত ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কুষ্টিয়ার মিরপুর উপজেলায় অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রে জালিয়াতি করার দায়ে ৯ শিক্ষক ও ১৮ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়। ওই ১৮ শিক্ষার্থীর মধ্যে তানিয়া একজন।
মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন তানিয়ার স্বজনরা জানায়, মেধাবী ছাত্রী (শ্রেনী রোল-২) হওয়া স্বত্বেও পরিস্থিতির শিকার হয়ে তাকে বহিষ্কার করা হয়। এ ঘটনার পরে তাকে অনেক সান্তনা দিয়ে বোঝানের চেষ্টা করলেও সে সব সময় কান্নাকাটি করছিল। এক পর্যায়ে সে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।