কুষ্টিয়ার মিরপুর প্রাইভেট পড়তে গিয়ে দেব দত্ত (৯) নামের এক তৃতীয় শ্রেণির স্কুলছাত্র নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজ দেব দত্ত উপজেলার চিথলিয়া এলাকার পবিত্র দত্তের ছেলে।
শনিবার বিকেলে জেলার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রামে প্রাইভেট পড়তে যাওয়ার সময় নিখোঁজের এ ঘটনা ঘটে। দেব দত্ত চিথলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির মেধাবী ছাত্র।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সতত্য নিশ্চিত করে জানান, অপহৃত শিশুটিকে উদ্ধার করার জন্য পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।