কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের স্কুলশিক্ষক পবিত্র দত্তের তৃতীয় শ্রেণি পড়ুয়া ছেলে দেবদত্তকে অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনায় দুই অপহরণকারী পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে।
আজ ভোর আনুমানিক সাড়ে ৪ ঘটিকার দিকে চিথলিয়া গ্রামের প্রবেশমুখ হাবাত গাড়ি ব্রিজের পাশে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে জুয়ার নামে এক অপহরণকারী নিহত হয় । জুয়ার চিথলিয়া গ্রামের আক্কাস সেক্রেটারির ছেলে ও চিথলিয়া ইউনিয়ন জাসদের সভাপতি মোহাম্মদ আলীর ভাতিজা বলে জানা গেছে।
অপরদিকে পার্শ্ববর্তী পাহাড়পুর ও গোপালপুর গ্রামের মাঠের মাঝে বন্দুকযুদ্ধের ঘটনায় নাঈম নামে আরো এক অপহরণকারী নিহত হয় হয়েছে । নাঈম চিথলিয়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
ঘটনাস্থল থেকে ১টি পিস্তুল,গুলি ও রামদা উদ্ধার করেছে পুলিশ ৷ পৃথক বন্দুক যুদ্ধের ঘটনায় ৭ পুলিশ সদস্য আহত হয়েছে৷
উল্লেখ্য, ৫০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে স্কুল ছাত্র দেবদত্ত কে অপহরণের ১৮ দিন পর গতকাল সোমাবার ওই হতভাগ্য দেবদত্তের অর্ধগলিত লাশ এই নাঈমের বাড়ির পরিত্যক্ত টয়লেট থেকে উদ্ধার করে পুলিশ ।