কুষ্টিয়ার মিরপুর বাজারে ওষধের দোকানে অভিযান চালিয়ে দুই ফার্মেসির মালিককে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহমেদ।
এসময় মেয়াদোত্তীর্ণ ও ফ্রিস্যাম্পল ঔষধ পাওয়ায় দুই ফার্মেসী মালিক কে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আদালতসুত্র জানা যায়,নিয়মিত বাজার অভিযানের পরিপ্রেক্ষিতে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে বিভিন্ন ওষধের দোকানে অভিযান চালানো হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালত মিরপুর বাজারের জনকল্যান ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ পাওয়ায় দোকানের মালিক শ্রী স্বপন কুমার পালক ৫ হাজার টাকা এবং এনামুল ফার্মেসিতে অভিযান চালিয়ে একই অপরাধে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় ঔষধ তত্বাবধায়ক ওয়াহেদুর রহমান ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।