কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমান আদালত দুই চোরকে কারাদন্ড প্রদান করেছে।
শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পৌরসভার ৪নং ওয়ার্ডে অভিযান চালিয়ে চোরচক্র দলের দুই সদস্যকে আটক করে।
আটককৃতরা হলেন, মিরপুর পৌরসভার ৪নং ওয়ার্ডে মৃত আকছেদ আলী শেখের ছেলে হাসিবুল শেখ (৪০) ও একই মহল্লার আলী হোসেনের ছেলে সুজন (৩৮)।
পরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ তাদেরকে সম্পত্তি চুরি করার উদ্যোগে আক্রমন বা অপরাধমুলক বল প্রয়োগের অভিযোগে দন্ডবিধির ৩৫৬ ধারায় প্রত্যেকে ৩ মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মিরপুর থানার এসআই লিখন কুমার সরকার, এএসআই রইচ উদ্দিন প্রমুখ।