কুষ্টিয়ার মিরপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২১ জুন) দুপুরে উপজেলার বিজিবি সেক্টরের পশ্চিমে ফুলবাড়িয়া গেটপাড়া এলাকায় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পোড়াদহ রেলওয়ে নিরাপত্তা পুলিশের থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান,সকালে ট্রেনের ধাক্কায় নিহত এক ব্যক্তির লাশ দেখে স্থানীয়রা খবর দেয়। পরে জিআরপি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তিনি আরও জানান,ধারণা করা হচ্ছে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত তার নাম পরিচয় জানা যায়নি।