কুষ্টিয়ার মিরপুরে ছেলেধরা গুজব প্রসঙ্গে এক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মিরপুর পৌরসভার উদ্যোগে মঙ্গলবার সকালে পৌর ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র হাজী এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসি আবুল কালাম। পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিনের পরিচালনায় এ সময়ে পৌর কাউন্সিলর জাহিদ হোসেন, নাসির উদ্দিন টোকন, আতিয়ার প্রামাণিক, মিনারা খাতুন, হালিমা খাতুন লাকী বেগমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান, সাংবাদিক, ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।