ভাড়া বাসায় রাখা এক ঔষধ কোম্পানীর ঔষধ চুরি করে বিক্রি করে টাকা আনতে গিয়ে মিতুল অধিকারী (১৮) নামের এক চোরকে জনতা আটক করে পুলিশে সৌপদ্দ করেছে।
আটক চোর মিতুল অধিকারী মিরপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড হলপাড়া মহল্লার সাধন অধিকারী ওরফে ক্ষুদি’র ছেলে।
আজ (২ জুন) মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার মিরপুর বাসষ্ট্যাণ্ড বাজারের এক ঔষধের দোকানে।
জানা যায়, মিরপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড হলপাড়ায় বর্ডার গার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিকাশের বাড়ীতে ভাড়ায় বসবাস করে ইবনে সিনার বিক্রয় প্রতিনিধি সাকিব। ১ জুন রাতের কোন এক সময় ঔষধ কোম্পানীর বাসার জানালা দিয়ে প্রায় হাজার দশেক টাকার ঔষধ চুরি হয়। সকালে ঔষধ কোম্পানীর প্রতিনিধি সাকিব ঘটনাটি সকল ঔষধ বিক্রির দোকানে জানিয়ে দেয়। গতকাল রাতেই চোর মিতুল চুরি করা ঔষধ নতুন বাসষ্ট্যাণ্ড বাজারে এনামুল ফার্মেসীতে বিক্রি করে। এনামুল ঔষধ কিনে কৌশলে আজ মঙ্গল দুপুর ১২ টায় টাকা পরিশোধের জন্য সময় নেয় এবং ঘটনাটি বাজারের সকল ফার্মেসী মালিককে সাথে বিষয়টি জানিয়ে ফাঁদ তৈরী করে। সে মোতাবেক আজ দুপুরে চোরাই ঔষধ বিক্রির টাকা নিতে এসে মিতুল অধিকারী আটক হয়।
চোর মিতুল আটকের পর পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডে পুর্বে সংঘটিত বেশ কিছু চুরির ঘটনার সাথে মিতুল ছাড়াও আরও কারা জড়িত আছে তাদের নাম ও ক্লু উৎঘাটনে পুলিশ ভুমিকা রাখবে বলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো স্বপ্ন দেখছে।
উল্লেখ্য কয়েক বছর ধরেই পৌরসভার ৬ নং ওয়ার্ডের আদর্শ পাড়া, হলপাড়া ও ৫ নং ওয়ার্ডের হরিতলা মহল্লার কমপক্ষে ৩০ টি বাসায় দিনের বেলায় বাড়ীতে কেউ না থাকার সুযোগে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হলেও একটি চুরির ঘটনাও উৎঘাটিত হয়নি।