নগর বাউল জেমস গানে গানে কুষ্টিয়ার ভেড়ামারা হাজার হাজার দর্শক মাতিয়ে গেলেন।
একটি অতিপরিচিত ও বহুল জনপ্রিয় গান শোনা গেল। ‘সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে। খুঁজে দেখ পাবে দূর নক্ষত্র মাঝে। রাতের তারা আমায় কী তুই বলতে পারিস, কোথায় আছে কেমন আছে মা?’ হ্যাঁ, এই গান দিয়েই চলন্তিকা কাপ ক্রিকেট সমাপনী কনসার্ট শুরু করলেন, নগর বাউল জেমস।
গুরু ঘর বানাইলা কি দিয়া,,,,,,, গানের সুরের টানে উত্তাল হয়ে উঠে ভেড়ামারা ডিগ্রি কলেজ মাঠ ভর্তি জেমস ভক্তরা। জেমসের যাদু মাখা গানের সুরে সুরে নেচে গেয়ে মাতাল হয়ে উঠে তরুণ তরুণীরা।
জেমস গাইছেন আর গ্যালারি থেকে চিৎকার ভেসে আসছে ‘গুরু ওয়ান মোর, ওয়ান মোর’।
পাগলা হাওয়াসহ একে একে নতুন পুরাতন ১০টি গান পরিবেশন করেন এই নগর বাউল।
জেমস এর আগমণের সংবাদে ভেড়ামারাসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে ছুটে আসে জেমস ভক্তরা।
বিকাল থেকেই নানা যানবাহন যোগে ভেড়ামারায় আসতে শুরু করে তারা।
রাত ১০টা নাগাদ ভেড়ামারা ডিগ্রি কলেজের বিশাল মাঠ ও আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে উঠে দর্শক শ্রোতাদের উপস্থিতিতে।
চলন্তিকা কাপ ক্রিকেট এর ফাইনাল উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানে জেমস সংগীত পরিবেশন করেন।