কুষ্টিয়ার ভেড়ামারা শহরে সোমবার দুপুর ১টার সময় স্ত্রীর হাতে স্বামী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহত আলামিন (২৬) কে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। স্ত্রী স্মৃতি খাতুন (২২) কে জিজ্ঞাবাদের জন্য পুলিশ আটক করেছে।
নিহত আলামিনের চাচা আমজাদ হোসেনের অভিযোগ সুত্রে জানা গেছে, মিরপুর উপজেলার কোদালিয়া পাড়ার সাদেক হোসেন ছেলে অটোচালক আলামিন সম্প্রতি ২ সন্তানের জননী স্মৃতি খাতুন কে প্রেম করে বিয়ে করে। গত ১মাস পূর্বে ভেড়ামারা শহরের খালেক ফিলিং ষ্টেশনের পিছনে পূর্ব ভেড়ামারা এলাকার মশিউর রহমানের বাসা ভাড়া নিয়ে তারা বসবাস করতে থাকে।
বিয়ের পর থেকে তাদের সংসারে অশান্তি চলতে থাকে। এরই জের ধরে সোমবার আলামিন ও স্মৃতি খাতুনের মধ্যে ঝগড়া বাঁধে। আলামিনকে ঘুমন্ত অবস্থায় স্মৃতি খাতুন মুখে বালিশ চেপে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এলাকাবাসী লাশ উদ্ধার করে ভেড়ামারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আমিনূল ইসলাম জানান, আলামিনের মৃত্যুটি রহস্যজনক। তার দেহে কোন আঘাতের কোন চিহ্ন নেই। ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। স্মৃতি খাতুন কে জিজ্ঞাবাদের জন্য আটক করা হয়েছে।