কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে নসাদ আলী’র (৪৮) মরদেহ একদিন পর উদ্ধার করেছে স্থানীয়রা।
আজ বুধবার বেলা ১২টার দিকে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর সোলেমান শাহ (রঃ) দরবার শরীফ এর কাছে পদ্মানদী থেকে তার এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত নসাদ আলী একই এলাকার নতুন পাড়ার মৃত আবুল ব্যাপারীর ছেলে।
মোকারিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার ভোরে নসাদ আলী সোলেমান শাহ (রঃ) দরবার শরীফের পার্শ্বে পদ্মা নদীতে ডোঙা নৌকা নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার জাল বিছানোর প্রাক্কালে নৌকা উল্টিপ্রেণদীতে পড়ে যায়। এরপর থেকে আর তাকে খোঁজে পাওয়া যায়নি। বুধবার বেলা ১১টার দিকে পদ্মানদীর ঐ নিখোঁজের স্থানেই তার মরদেহ ভেসে উঠে।
ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ার জানান, নিহত নসাদ আলী সরকার নিবন্ধিত একজন আইডি কার্ডধারী জেলে। নিহত জেলে পরিবারকে এক লক্ষ টাকা সহায়তা প্রদান করা হবে বলেও জানান তিনি ।