Saturday, July 27, 2024
প্রচ্ছদকুষ্টিয়াঅপরাধকুষ্টিয়ার ভেড়ামারায় নারীকে গাছে বেঁধে নির্যাতন !

কুষ্টিয়ার ভেড়ামারায় নারীকে গাছে বেঁধে নির্যাতন !

Published on

কুষ্টিয়ার ভেড়ামারায় ময়না খাতুন (৩৫) নামের এক গৃহবধূকে চুল কেটে গাছের সাথে বেঁধে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত ওই নারীকে ভেড়ামারা ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলা ওয়ার্ডে ভর্তি রয়েছে।

গহবধূ উপজেলার গোলাপনগর এলাকার আসলাম হোসেনের স্ত্রী। আহত নারী ঠিকমত নড়াচড়া করতে পারছেন না। এ ঘটনায় ভেড়ামারা থানায় নারীর স্বামী বাদী হয়ে ৬জনকে আসামী করে মামলা করছেন। গত ২৪ মার্চ এ ঘটনা ঘটলেও প্রভাবশালীদের ভয়ে কাউকে জানাতে পারেনি ভুক্তভুগি নারী ও তার স্বামী।

মহিলা ওয়ার্ডে দাঁড়িয়ে  নারীর স্বামী আসলাম হোসেন বলেন, দেড় মাস আগে ময়নার সাথে তার বিয়ে হয়। ময়নার এর আগে একাধিকবার বিয়ে হয়েছিল। আমিও আগে একটি বিয়ে করেছিলাম। গত ২৪ আগষ্ট গোলাপনগর গ্রামে নিজ বাড়িতে বসে গল্প করছিলাম। এ সময় আমার প্রথম স্ত্রী ও তার ভাইয়েরা ঘরের দরজা বন্ধ করে দেয়। আমাকে বাইরে নিয়ে এসে বেদম মারপিট করে। আর ময়নার চুল কেটে দিয়ে, টেনে হিঁচড়ে বাইরে নিয়ে এসে শরীরের জামা-কাপড় খুলে নেয়। এ সময় তাকে ওই অবস্থায় গাছের সাথে বেঁধে ৫ থেকে ৬জন মিলে নির্যাতন করে। কিল, ঘুষি ও লাথি মারায় তার সারা দেহ ফুলে যায়। ব্যাথায় সে নড়তে পারছে না। পরে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে এসে ময়নাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে সে চিকিৎসাধীন আছেন। তার মাথার চুল কেটে দেয়া হয়েছে। আসলাম জানায়, ময়নাকে বিয়ে করার কারনেই তাদের দুইজনকে মারপিট করা হয়েছে। আমার স্ত্রীর চুল কেটে দেয়া হয়েছে। এ ধরনের নির্যাতনের বিচার চাই আমরা।

হাসপাতালের মেডিকেল অফিসার মিজানুর রহমান জানান, আহত অবস্থায় ময়না গত ২৪ তারিখ ভর্তি হয়। তার চুল কেটে দেয়া হয়েছে। এছাড়া তাকে মারপিট করা হয়েছে। ব্যাথায় সে ঠিকমত নড়াচড়া করতে পারছে না। সুস্থ হতে আরো কয়েকদিন ভর্তি থাকা লাগবে। আহত নারী ময়না জানান, ৫/৬জন মিলে আমাকে মারপিট করেছে। আমার অবস্থা খুব খারাপ। চুল কেটে দিয়েছে। মামলা হলেও পুলিশ আসামীদের ধরছে না। আমি এর কঠোর বিচার চাই। ময়না খাতুনের বোনের মেয়ে জানান, আমার খালার ওপর অমানুষিক নির্যাতন হয়েছে। আমরা এর কঠোর বিচার চাই। এ সভ্য যুগে একজন নারীকে বিবস্ত্র করে নির্যাতন করে তার মাথার চুল কেটে  দেয়া হয়েছে। এ ঘটনার কঠোর বিচার চাই আমরা।’

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম খন্দকার জানান,‘ ময়না নামের এক নারীকে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় ৬জনকে আসামী করে মামলা হয়েছে। মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-২

কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। এ ঘটনায়...

কুষ্টিয়ায় ফিটকারী, রঙ, সোডা, হাইড্রোজ দিয়ে তৈরি হচ্ছে গুড় | ব্যবস্থাপকের কারাদণ্ড

কুষ্টিয়ার খোকসায় আখেঁর গুড়ের সঙ্গে মানব দেহের জন্য ক্ষতিকারক ফিটকারী, রঙ, সোডা, হাইড্রোজ ও...

ভারতীয় সিরিয়াল ‘সিআইডি’ দেখে কুষ্টিয়ার ফুল ব্যবসায়ী আবু তৈয়ব হত্যার পরিকল্পনা

কুষ্টিয়ার মিরপুরে ফুল ব্যবসায়ী আবু তৈয়ব (৫৪) হত্যার পর দ্রুততার সাথে রহস্য উদঘাটন করেছে...