কুষ্টিয়ার ভেড়ামারা রেলস্টেশন প্লাটফর্মে পাওয়ার কার থেকে চোরাই তেল খালাস একটি নিয়মিত ঘটনা।
ওমর ফারুক : কপোতাক্ষ এক্সপ্রেস এর পাওয়ার কার ড্রাইভার কৃষ্ণ এই চুরির মূল নায়ক। আর এই চুরির দৃশ্য এভাবেই ক্যামেরায় ধরা পড়ে। ড্রাম টানা চোরের পরিচয় পাওয়া গেছে। তেল চোর জাহাঙ্গীর। তবে ভেড়ামারায় ভাসমান বলে জানা গেছে।
অারো জানাযায়, সিন্ডিকেটের মাধ্যমে অভিনব কাইদায় প্রতিনিয়ত এভাবেই তারা তেল চুরি করে অাসছে।