কুষ্টিয়ার বিশিষ্ট ব্যবসায়ী অজয় সুরেকা ২০১৬-২০১৭ কর বছরের মেহেরপুর জেলার সর্বোচ্চ করদাতা হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার বিকেলে কুষ্টিয়া জিমনাষ্টিক ক্লাবে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সাংসদ মাহবুব-উল- আলম হানিফ অজয় সুরেকার হাতে ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করেন। কুষ্টিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও কুষ্টিয়া জিমনাষ্টিক ক্লাবের আজীবন সদস্য অজয় সুরেকাকে সংবর্ধনা প্রদানকালে আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সদ্য পদোন্নতি পাওয়া পুলিশ সুপার জয়নুল আবেদীন, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (পি.পি) এ্যাডঃ অনুপ কুমার নন্দী, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, শিল্পপতি কামর“জ্জামান নাসির, বিশিষ্ট ব্যবসায়ী ও কুষ্টিয়া জিমনাষ্টিক ক্লাবের আজীবন সদস্য বিশ্বনাথ সাহা বিশু, কুষ্টিয়া জিমনাষ্টিক ক্লাবের সভাপতি আইয়ুব খান চৌধুরী।