কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের কুশলীবাসা গ্রামের বাসিন্দা আবু দাউদ ঢাকায় অবস্থারত অবস্থায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গতকাল ঢাকাতে মৃত্যু বরন করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, উল্লেখিত কুমারখালীর কুশলীবাসা গ্রামের আবু দাউদ ঢাকায় অবস্থান কালে অসুস্থ হয়ে পড়লে তিনি ঢাকা মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। এবং পরবর্তীতে পরীক্ষা করে দেখা যায় তিনি করোনায় (কোভিড-১৯) আক্রান্ত।
উল্লেখিত হাসপাতালের আইসোলেশান ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ১লা মে বিকাল ৪টা ৩০ মিনিটে তিনি মারা যান। ঢাকা থেকে লাশবাহী এ্যাম্বুলেন্সে তার লাশ গ্রামের বাড়ী কুশলীবাসা নিয়ে এসে আজ ভোরে কুমারখালী থানার ওসি মুজিবুর রহমান,থানা পুলিশ, চাঁদপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাশিদুজ্জামান তুষার সহ কয়েকজন উপস্থিত থেকে জানাজা শেষে কুশলীবাসা কবরস্থানে তাকে দাফন করেন।
পরে মৃত আবু দাউদের পরিবার এবং নিয়ামতবাড়ী গ্রামে তার শশুরবাড়ীর পরিবারের সদস্যদের নির্দিষ্টস্থানে লকডাউন করে প্রশাসন।