কুষ্টিয়ায় ইজিবাইক চালকদের হামলায় এক সি এন জি চালক গুরুতর আহত হয়েছে। তার নাম বাপ্পী হোসেন (৩৪)। সে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহের জাবেদ আলীর ছেলে।
আহত সি এন জি চালক বাপ্পী জানায়, এক সপ্তাহ আগে পোড়াদহে ইজিবাইক চালক বটতৈল গ্রামের মিঠুনের সাথে বাপ্পীর বাকবিতন্ডা হয়। আজ বৃহস্পতিবার সকালে বাপ্পী সি এন জি নিয়ে কুষ্টিয়া অভিমুখে আসার সময় পূর্বে থেকে ওৎ পেতে থাকা মিঠুন, শামীম, মুসাবসহ ৫/৬ অজ্ঞাত সন্ত্রাসীরা বাপ্পীর উপর হামলা চালায়। সন্ত্রাসীরা এ সময় রড ও বাশ দিয়ে বাপ্পীকে পিটিয়ে গুরুতর আহত করে এবং তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে বাপ্পীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এ ঘটনায় ইজিবাইক চালক ও সি এন জি চালকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলার প্রস্ততি চলছিল।