করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘ভালোবাসার কুষ্টিয়া’ ফেসবুক গ্রুপের উদ্যোগে পবিত্র রমজান মাসে শহরের বিভিন্ন অলিতে গলিতে অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে আজ বিকেলে সারা কুষ্টিয়া শহরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ভালোবাসার কুষ্টিয়া গ্রুপের এডমিন ও মডারেটাররা বলেন, যাদের ঘরে খাবার নেই তাদের ঘরে খাবার পৌছে দিতে হবে। যারা চক্ষু লজ্জায় সাহায্য চাইতে পারছে না তাদের বাড়িতে খাদ্য সামগ্রি পৌছে দেওয়া হচ্ছে, আর যারা শহরের ছিন্নমূল মানুষ তাদের মাঝে বিতরণের জন্য স্বল্প পরিসরে এই আয়োজন করা হয়। পবিত্র রমজান মাসে অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে দিনভর খাদ্য সামগ্রি বিতরণ করা হয়। কুষ্টিয়া শহরে আজ ৩০০ প্যাকেট খাবার বিতরণ করা হয়েছে।
তারা আরো বলেন, এই মহামারী সময়ে আজ দিনভর প্যাকেট প্রস্তুত করেছেন ভালোবাসার কুষ্টিয়া মডারেটর এবং এডমিনরা। সকলে বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। সরকারি নিয়ম মেনে চলুন। দুরত্ব বজায় রেখে চলুন, অযথা বাইরে ঘোরাফেরা করবেন না।
এই বিশ্ব মহামারী পরিস্থিতির ভিতরে যারা আজ সারাদিন রোজা থেকে ভ্যান গাড়ি নিয়ে অসহায় মানুষের জন্য পরিশ্রম করেছেন তারা হলো, ইমন, জয়, তানভির, রাহুল, সোহান, মোমিন, জুয়েল, শিমু, সানি, হৃদয়।
সে সময়ে উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক জেড এম সম্রাট এবং কুষ্টিয়া বড়বাজার ব্যাবসায়িক সমিতির সাধারণ সম্পাদক কৌশিক আহম্মেদ।