Saturday, September 23, 2023
প্রচ্ছদবিশেষ সংবাদকুষ্টিয়ার প্রথম ভাষা শহীদ মিনার কুমারখালীতে

কুষ্টিয়ার প্রথম ভাষা শহীদ মিনার কুমারখালীতে

Published on

১৯৬৮ সাল ১৮ই ফেব্রুয়ারী, ১৩৭৫ বঙ্গাব্দ কু্ষ্টিয়ার প্রথম শহীদ মিনার নির্মান করেছিলেন কুমারখালীর প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারী তৎকালীন ছাত্রলীগ সভাপতি ও স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম হান্নান। তিনি নিজেই শহীদ মিনারের নকশাকারকও ছিলেন। কুমারখালীর জে এন হাই স্কুল মাঠে ভেটুল গাছ তলায় শহিদ মিনার নির্মান করেছিলেন।

সেসময় তার সাথে ছিলেন নন্দ গোপাল বিশ্বাস, অ স ম ওয়াহেদ পান্না,মসলেম,বজলুল করিম টগর,ফজলুল করিম নান্নু ছাত্রলীগের কিছু নেতা এবংতৎকালীন নারী নেত্রী রওশন আরা বেগম নীলা।সার্বিক সহযোগিতা করেছিলেন সাবেক সংসদ সদস্য মরহুম গোলাম কিবরিয়া,মুন্সী রসিদার রহমান বিশ্বাস এবং কুমারখালী বাজারের কিছু ব্যবসায়ী। ১৯৬৮ সালে ২১ শে ফ্রেরুয়ারি শহীদ মিনারটি মরহুম গোলাম কিবরিয়া ফুল দিয়ে ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ঔ ভাষা শহিদ মিনার উদ্ভোদন করেছিলেন। পরবর্তীতে ১৯৭১ সালে মু্ক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী ঐ শহিদ মিনারটি ভেঙ্গে ফেলেছিল। এই সম্মন্ধে শহিদ মিনারের নকশা ও নির্মানকারী বীর মু্ক্তিযোদ্ধা রেজাউল করিম হান্নানের সাথে কথা বললে তিনি জানান ১৯৬৮ সালে ২১শে ফেব্রুয়ারী তিন দিন আগে হঠাৎ শহিদ মিনার তৈরি কারার চিন্তা মাথায় আসে সেই রাতে অতি গোপনে আমি, নন্দ, মসলেম, পান্না, ছোট ভাই টগর, নান্নু,রওশন আরা নীলা সহ ছাত্রলীগের কয়েকজন সদস্য আমার বাবার কাছ থেকে কিছু টাকা আর বাজারের কিছু ব্যবসায়ী কাছ থেকে টাকা নিয়ে কুমারখালী জে এন স্কুলের মাঠে পড়ে থাকা কিছু ইট দিয়ে রাতারাতি জে এন হাই স্কুলের ভেটুল তলায় কু্ষ্টিয়ার প্রথম শহিদ মিনার তৈরি করে ছিলাম।

শহিদ মিনার তৈরি করতে এলঙ্গীপাড়ার বাহাউদ্দিন রাজমিস্ত্রি দুই টাকা হাজিরায় কাজ করেছিলেন। তখন সিমেন্ট চার টাকা বস্তা ছিল। ১৯৭১ সালে মু্ক্তিযুদ্ধের সময় পাকিস্থানী মিলিটারীরা কুষ্টিয়ার প্রথম শহিদ মিনারটি ভেঙ্গে দেয় তারপর ৭১ সালে দেশ স্বাধীনের পরে তিনি ওখানে আরো একটি শহিদ মিনার নির্মান করেন। রেজাউল করিম হান্নান আরো বলেন তিনি কুমারখালীতে তিনটি শহিদ মিনার ও একটি মুক্তিযোদ্ধা মন্চ নির্মান করেছেন।একটি শহীদ মিনার ৭১ সালে পাকিস্থানী বাহিনী ভেঙ্গে ফেলেছে। আর দুইটির একটি কুমারখালীর কেন্দ্রীয় শহিদ মিনার আর একটি শহিদ মিনার কুমারখালীর উপজেলা পরিষদের পিছনে মু্ক্তিযোদ্ধা কবরের পাশে অবস্হিত।

তিনি আরো বলেন যা কিছু করেছি দেশকে ভালবেসে করছি দেশের কাছ থেকে কোন কিছু পাওয়ার জন্য না বরং সোনার বাংলাদেশ গড়ার জন্য করেছি এমপি মন্ত্রী হওয়ার জন্য না। দেশের জন্য কাজ করতে চাইলে এম পি মন্ত্রী না হলে করা যায়।আমরা তাই করেছি। আজকাল একুশে ফেব্রুয়ারী বলেন আর বিজয় দিবস বলেন সব কিছুর ভিতর শুধু পোশাকি বা দেখানোর জন্য করে। আগে শহিদ মিনারে সারারাত গান হতো মানুষ জেগে গান শুনতো ফুল দিয়ে শ্রদ্ধা জানাতেন মানুষের ভিতর দেশ প্রেমের জাগরন দেখতে পেতাম। আর এখন মানুষ শুধু ছবি তুলে চলে যাই আর প্রকৃত দেশপ্রেমিক শ্রদ্ধাবোধ খুব একটা মানুষের মধ্যে দেখতে পাইনা।

নতুন নেতৃত্বেদের ভিতর দেশের থেকে ব্যক্তি স্বার্থ বেশি দেখি। একুশে ফেব্রুয়ারীতে আমাদের সময় বাড়ি থেকে খালিপায়ে হেঁটে যেতাম প্রভাত ফেরীর গান করতে করতে আর এখন প্রায়ই দেখি অনেকেই জুতা পড়ে শহিদ মিনারে উঠে পড়ে। আরো দুঃখজনক সে সময় যারা শহিদ মিনার তৈরি করতে বাঁধা দিয়েছিল স্বাধীনতা বিরোধীতা করেছিল তারাই আজকাল শহিদ মিনারে আগে ফুল দেয়। এটাই আমাদের লজ্জা !
আমাদের বেঁচে থেকে এগুলো দেখতে হয় !!

রেফুল করিম

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

কুষ্টিয়া করোনা পরিস্থিতি: ঝাউদিয়া শাহী মসজিদে দর্শনার্থী ও মান্নত কারীদের উপচে পড়া ভীড়!

করোনার ভয়াবহ পরিস্থিতিতে ঝাউদিয়া শাহী মসজিদে দর্শনার্থী ও মান্নত কারীদের উপচে পড়া ভিড়, মানা...

কুষ্টিয়া: সাবেক পুলিশ সদস্য মিজান এখন লাশ বহনের ফেরিওয়ালা

ছবির মানুষটির নাম মিজানুর রহমান মিজান (৬৩)। পুলিশের মাধ্যমে উদ্ধার হওয়া লাশ পরিববহন করে...

সুদূর আমেরিকায় বসেও “কুষ্টিয়া উন্নয়ন” নিয়ে ভাবনা “সাজিয়ে দিন, সাজিয়ে নিন”

কুষ্টিয়া উন্নয়নে- "কুষ্টিয়া শহর” বিস্তৃতি হবে - পোড়াদহ থেকে গড়াই রেল সেতু পর্যন্ত, উত্তরে...