জাতীয় পরিবেশ পদক ২০১৮ অর্জন করায় বিভিন্ন মহলের পক্ষ থেকে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। মেয়র কার্যালয়ে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানান কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর শাহানাজ সুলতানা বনি, কুষ্টিয়া পৌরসভা এমপ্লয়িজ ইউনিয়ন, ত্রিদশ সংগঠন, সিডিসি ফেডারেশন ও জ্যোতি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, সহকারী প্রকৌশলী ওয়াহিদুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী সাবিনা ইসলাম, কুষ্টিয়া পৌরসভা এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি গোলাম সারয়ার, সাধারণ সম্পাদক একরামুল হক, যুগ্ম-সম্পাদক আমান উল্লাহ, দপ্তর সম্পাদক আলতাফ হোসেন, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, জ্যোতি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী প্রধান সৈয়দা হাবিবা, ভলেন্টিয়ার শামিম, ত্রিদশ সংগঠনের সভাপতি এসএম তানভির গনি, সাধারণ সম্পাদক অনিন্দ্য সাহা, সদস্য ফাহিম, অন্তু, আবেশ, বাধন, সাদাদ, ইকবাল, অনিক, রেদওয়ান, সিডিসি ফেডারেশনের চেয়ারম্যান আহমেদ আলী মন্টু, সভানেত্রী শায়লা শারমিন রিপা, সদস্য কহিনুর পারভীন, লাবনী হোসেন, শফিকুল ইসলাম ও আজমিরা খাতুন নাসরিন আক্তার প্রমুখ।
উল্লেখ্য গত ১৮ জুলাই বিশ্ব পরিবেশ দিবস ২০১৮ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে “পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ” ক্যাটাগরিতে কুষ্টিয়া পৌরসভাকে জাতীয় পরিবেশ পদক ২০১৮ প্রদান করা হয়েছে। ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এ পদক গ্রহণ করেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী।