কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঐতিহ্যবাহি পোড়াদহ ফুটবল মাঠে নাইজেরিয়া ও বাংলাদেশের নাম জাদা ক্লাবের প্রখ্যাত ফুটবলারদের সমন্বয় পেড়াদহ ওন্ডার ক্লাবের মধ্যে চরম প্রতিযোগিতা মুলক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় ৬- ৭ গোলে ট্রাইব্রেকারে নাইজেরিয়া দল জয়লাভ করেছে।
গ্রাম বাংলার জন প্রিয় এই ফুটবল খেলা বেলুন উড়িয়ে উদ্বোধন করেন, কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস, এম, তানভির আরাফাত।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জনাব এস,এম তানভীর আরাফাত বলেন মাদককে সমাজ থেকে চিরতরে বিতাড়িত করতে হলে এমন বিশাল আয়োজনে ফুলবল ম্যাচের বিকল্প নেই। অতএব মাদককে না বলুন আর গ্রাম বাংলার ঐতিহ্যবাহি জনপ্রিয় ফুটবল খেলাকে স্বাগতম জানান। ক্রীড়া দেয় সুস্থ্য দেহ সুন্দর মান, আনন্দঘন মনোরম পরিবেশ।
পোড়াদহ ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, মিরপুর উপজেলা আ,লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মিরপুর উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বাংলাদেশ আ,লীগ মিরপুর উপজেলা শাখার, সাধারন সম্পাদক জনাব আল হাজ্ব কামারুল আরেফীন।
বিশেষ অতিথি ছিলেন, মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শ্রী লিংকন বিশ্বাস, বাংলাদেশ আ,লীগ, মিরপুর উপজেলা শাখার সভাপতি কুষ্টিয়ার জজ কোর্টে অতিরিক্ত পি,পি,এ্যাড:আল হাজ্ব আব্দুল হালিম, সাবেক বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার পীতি ফুটবল ম্যাচ বাস্তবায়ন কমিটির আহবায়ক আতিকুজ্জামান বিশ্বাস সাকিল, আ’লীগ নেতা পি,পি,এ্যাড: আলিমুজ্জামান বিশ্বাস রাজু, পোড়াদহ ইউনিয়ন আ, লীগের সভাপতি সবেদ আলী, সাধারন সম্পাদক তৈয়বুর রহমান মন্টু, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, অঙ্গশোভা বস্ত্রবিতানের মালিক বাদশাহ শেঠ, ক্রীড়া সংগঠক আল আমিন সেতু, ক্রীড়া সংগঠক যুব লীগের নেতা মাসুদুর রহমান, মিরপুর উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি রাহাতুজ্জামান রাহাত, শ্রমিক লীগের নেতা সেলিম হাসান মেম্বর, বিশিষ্ট ভাষ্যকর ছিলেন হাসানুর রহমান।
বিজয় দল ও রানার আপ দল কে ট্রফি প্রদান করেন প্রধান অতিথি, বিশেষ অতিথি মহাদয়। ফুটবল ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হন জাতীয় দলে ফুটবলার ওয়ান্ডার্স ক্লাবের রাব্বি হাসান।
Discussion about this post