কুষ্টিয়ার নবাগত অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্বভার গ্রহন করেছেন তরফদার সোহেল রহমান। তিনি গত বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন। তিনি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন শেষে কুষ্টিয়ায় যোগদান করেন।
২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই মেধাবী কর্মকর্তা পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বরগুনা সদর উপজেলা এবং ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর ও শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হিসেবে যোগদানকালে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো.জহির রায়হান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এই সময়ে জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীগণ উপস্থিত ছিলেন।