কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের গরোস্তানপাড়া সিরাজুল ইসলাম নামের এক প্রবাসীর বাড়ির গেটের পাশ থেকে তিনটি হাত বোমা সাদৃশ্য বস্তু ও কাগজে লেখা চিরকুট উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।
শনিবার সকালে খবর পেয়ে ঐ প্রবাসীর বাড়ি থেকে বোমা সাদৃশ্য বস্তু গুলো উদ্ধার করে পুলিশ। এই খবর জানাজানি হলে ওই বাড়িসহ পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।
জানা যায়, শনিবার রাতের আধারে কে বা কাহারা উপজেলার খলিসাকুন্ডি গৌরস্থান পাড়ার প্রবাসী সিরাজুল ইসলামের বাড়িতে ৩ টি বোমা সাদৃশ্য বস্তু রেখে যায়। রাতের শেষ ভাগে, বাড়ির লোকজন সেহরি খাওয়ার জন্য উঠে এবং ঐ বোমা সাদৃশ্য বস্তুগুলো দেখতে পেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে প্রথমে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে যায়, পরে র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে বাড়ির মালিক প্রবাসী সিরাজুল ইসলাম জামাই তোতা জানায় ইতো পুর্বেও মাঠের ফসলের ক্ষতি করা হয়েছে এবং ২ বার চিঠির মাধ্যমে জীবন নাশের হুমকি দেওয়া হযেছে। সিরাজুল বিদেশে অবস্থান করার কারনে তার জামাই সিরাজুলের বাড়িতেই সপরিবারে থাকে।
এব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমার খলিসাকুনন্ডি গোরস্তান পাড়ায় মনজুরার বাড়িতে অভিমানের সময় তল্লাশি চালিয়ে তিনটি হাত বোমা সদৃশ বস্তু পেয়েছি, তিনি আরো বলেন পরীক্ষা-নীরিক্ষা শেষ এব্যাপারে আরো বিস্তারিতভাবে বলতে পারবো।
তবে পুলিশের ধারণা পূর্ব শত্রুতার জেরে এরকম কাজ হতে পারে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত কাউকে আটক করেনি দৌলতপুর থানা পুলিশ ।