কুষ্টিয়া জেলার দৌলতপুরে শিক্ষা সফরের একটি বাস উল্টে ৩০ ছাত্রী আহতে হয়েছে। এঘটনায় এখনো এক ছাত্রী নিখোঁজ রয়েছে। বাস টি উপজেলার পচামাদিয়া গ্রামের কাছাকাছি এঘটনা ঘটে।
পুলিশ জানায়, মেহেরপুর জেলার গাংনি উপজেলার এন পি মাধ্যমিক বিদ্যালয় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিড়িয়াখানা ও শিশু পার্ক শিক্ষা সফরে যাচ্ছিল ২ টি বাস। ঘটনাস্থলে পৌছালে সামনের ছাত্রীবাহী বাস উল্টে খাদে পরে যায়। এতে প্রায় ৩০ জন ছাত্রী আহত হয়। আহতদের স্থানীয়রা এসে উদ্ধার করে।
শিক্ষা সফরে আসা এনপি মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মনিরুল ইসলাম জানান, এই দূর্ঘটনায় প্রায় ৩০ ছাত্রী আহত হয়েছে। আহত দের স্থানীয় দাতব্য চিকিৎস্যালয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এক জন ছাত্রীকে পাওয়া যাচ্ছে না।