কুষ্টিয়ার দৌলতপুরে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মিজানুর রহমান।
এসময় তিনি বলেন, এদেশে যারা মাদকের ব্যবসার সাথে জড়িত তারাই আপনার আমার “মা’ মাতৃভুমি” কে কলঙ্কিত করছে। এসব থেকে মুক্ত করতে আপনার ভুমিকায় গণ্য। তাই সবাইকে সচেতন হতে হবে, আপনার এলাকায় যদি কেউ মাদক ব্যবসায়ী হয়ে থাকে তাকে পুলিশে দিন অথবা তা যদি না করেন তাহলে অন্তত তার বাড়ীতে থুথু ছিটিয়ে প্রতিবাদ করুন।
তিনি আরও বলেন, মাদক সেবনকারী সব ধরনের অপরাধ সে করতে পারে। তাই সবাই স্বোচ্চার হলে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব। আসুন আমরা মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ মাজনুল কবির পান্নার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান পিপিএম, সাফের নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাক প্রমুখ।
পরে প্রতিবন্ধীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরশীল করার জন্য সাফের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকের হাতে একটি সেলাই মেশিন তুলে দেন অতিথিবৃন্দ।