কুষ্টিয়ার দৌলতপুরে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর জনসভাস্থলে একই সময়ে জনসভা ডাকলেন দৌলতপুর আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী।
রোববার বিকেল ৩টার দিকে দৌলতপুর উপজেলা জাসদের আয়োজনে পিয়ারপুর ইউনিয়নের কামালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৫ দিন আগে জনসভার আহ্বান করা হয়।
জনসভা উপলক্ষে পোস্টারিং ও মাইকিং করা হয়েছে এবং স্থানীয় প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে বলে জাসদ নেতারা জানিয়েছেন। সেখানে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এ লক্ষ্যে মন্ত্রণালয় থেকে কুষ্টিয়ার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের কাছে এক সপ্তাহ আগে তথ্যমন্ত্রীর প্রোগাম তালিকা পাঠানো হয়েছে।
এদিকে শনিবার সন্ধ্যায় হঠাৎ যুবলীগের আয়োজনে একই স্থানে একই সময়ে জনসভার আহ্বান করে মাইকিং করা হয়েছে।স্থানীয় সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে মাইকে উল্লেখ করা হয়।
উপজেলা জাসদের সাধারণ সম্পাদক শরিফুল কবীর স্বপন বলেন, দুই সপ্তাহ আগে থেকে আমরা জনসভা করার প্রস্তুতি নিচ্ছি। এ লক্ষ্যে মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনকে অবগত করেছি। কেন পাল্টা সভা আহ্বান করে মাইকিং করা হচ্ছে তা আমাদের বোধগম্য নয়। তিনি জানিয়েছেন তারা জনসভা করবেন।
এ ব্যাপারে যুবলীগ সভাপতি বুলবুল আহমেদ টোকন চৌধুরীর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিকুর রহমান বলেন, তথ্যমন্ত্রীর জনসভাস্থলে শনিবার যুবলীগের জনসভার জন্য আবেদন করা হয়েছে।
যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত রয়েছি। রাতেই ১৪৪ ধারা জারি করা হবে বলে জানান তিনি।