কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় যুবক লালচাঁদ (৩২) নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লালচাঁদ উপজেলার জামালপুর গ্রামের দুখু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্তবর্তী জামালপুর আশ্রয়ন প্রকল্প এলাকায় লালচাঁদ বসে ছিলেন। এসময় পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার সিরাজ, রিপন ও দুলালসহ পাঁচ-ছয়জন সেখানে উপস্থিত হয় । পরে লালচাঁদ এর সাথে তাদের কথা কাটাকাটির একপর্যায়ে তারা লালচাঁদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যান।
লালচাঁদের আতচিৎকারে স্থানীয় এসে তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে সে মারা যায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, লালচাঁদের মৃত্যু খবর শুনেছি। তবে সে আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।