কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ঝাউদিয়া, কাঘাটিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে সিনথিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালবেলা এ ঘটনা ঘটে।
নিহত শিশু দৌলতপুর উপজেলার ইউসুবপুর গ্রামের শিপন আলীর এর মেয়ে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালবেলা বাড়ির পাশের পুকুরে অন্য শিশুদের সাথে খেলার সময় সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় সিনথিয়া।
কিছুক্ষণ পর তার পরিবার শিশুটিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে ভাসতে দেখে তার দেহ।
পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।