কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে ইয়াছিন আলী নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা পৌনে ৩ টার দিকে উপজেলার মহিষকুন্ডি মাঠপাড়া গ্রামের জলাশয়ে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ঘটে। মৃত শিশু একই এলাকার আশিক আলীর ছেলে।
শিশুর পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আশিক আলীর শিশুপুত্র ইয়াছিন আলী খেলতে খেলতে বাড়ি সংলগ্ন জলাশয়ে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা শিশুর লাশ ভাসতে দেখে বাড়ির লোকজনকে খবর দেয়। খবর পেয়ে প্রতিবেশীরা জলাশয় থেকে শিশুর ভাসমান লাশ উদ্ধার করে। পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনাটি মহিষকুন্ডি হাইস্কুলের শিক্ষক আশরাফুল ইসলাম বিএসসি নিশ্চিত করেছেন।