কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী হাইস্কুল মাঠে এক পাগলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে এলাকাবাসী উপজেলার দৌলতখালী হাই স্কুল মাঠে কচুরী পানার মধ্যে এক ব্যাক্তির লাশ দেখে দৌলতপুর থানা পুলিশকে খবরদেয়, পুলিশ অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরে জানা গেছে সে মথুরাপুর ইউনিয়নের কৈপাল গ্রামের নূর ইসলাম পাগল (৬০), সে দীর্ঘদিন পাগলা গারদে ছিল সম্প্রতি তাকে বাড়ীতে নিয়ে আসে, শারীরিক অসুস্থতার কারণে সে মারা গেছে বলে ধারনা করা হচ্ছে।
দৌলতপুর থানার তদন্ত অফিসার সোহেল আহাম্মেদ জানান নূর ইসলামের ছেলে ও আত্বীয় স্বজনরা এসে লাশ সনাক্ত করে, লাশের সুরত হাল রেকর্ড করে দাফনের জন্য তাদের কাছে হস্তান্তর করা হয়।