দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজার এলাকায় র্যাব অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত লিটন উপজেলার রিফাইতপুর বাজার সংলগ্ন মজিবুর রহমানের ছেলে এবং শরীফ কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার মৃত বদরুদ্দোজার ছেলে।
শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি অভিযানিক দল দৌলতপুর থানাধীন আল্লার দর্গা বাজারের শেখ মার্কেটের গলির ভিতর “রবিন কনফেকশনারি” দোকানের সামনে থেকে মোঃ রশিদুর রহমান লিটন (৫২) ও শেখ মহিউদ্দিন শরীফকে (৪৫) আটক করেছে। এ সময় লিটনের কাছ থেকে ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও শরীফের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে।