কুষ্টিয়ার দৌলতপুরে আগুনে পুড়ে ৭টি ঘর ভষ্মিভূত হয়েছে এবং অগ্নিদগ্ধ হয়ে গবাদি পশুর মৃত্যুসহ ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। রোববার ভোরে উপজেলার হোসেনাবাদ সেন্টারমোড় এলাকায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রোববার ভোররাত ৫ টার দিকে উপজেলার হোসেনাবাদ গ্রামের নাহার ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি পিছনে মোবার ও চুন্নু কসাইয়ের বাড়িতে আগুনের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহুর্তের মধ্যে তা প্রতিবেশীসহ অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস দল আগুন নিয়ন্ত্রনে আনলেও চুন্নু কসাই ও মুবার হোসেনের বাড়ির ৭টি ঘর, একটি গরু, ৪টি ছাগল ও মুরগিসহ প্রায় ১০ লক্ষ টাকার সম্পদ আগুনের এই লেলিহান শিখায় সব ভষ্মিভূত হয়ে যায়।