কুষ্টিয়ার দৌলতপুরের নিখোঁজ দুই যুবকের ১২দিনেও সন্ধান মিলেনি। উপজেলার মথুরাপুরের নায়েব আলীর ছেলে শামীম (২৬) ও তার শ্যালক আব্দুল লতিফের ছেলে সাইদুর রহমান (২২) নিখোঁজ রয়েছে।
গত ২৯ মে পাওনা টাকা ফেরত ও চাকুরীর প্রলোভন দিয়ে পরিমল কুমার ভৌমিক নামে এক প্রতারক তাদের ডেকে নেয়। যাওয়ার সময় তারা সঙ্গে করে ১২ লক্ষ টাকাও নিয়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছে।
এ ঘটনায় গত ২জুন নিখোঁজদের নিকট আত্মীয় মাইনুল ইসলাম ওরফে বিলাস দৌলতপুর থানায় একটি জিডি করেছেন যার নং ৫৭। জিডিতে উল্লেখ করা হয়, কুমিল্লা জেলার বরুড়া উপজেলার সাওতাতলী গ্রামের কালিচরন ভৌমিকের ছেলে পরিমল কুমার ভৌমিক সরকারী চাকুরীর প্রলোভন দিয়ে শামীম ও সাইদুর রহমানকে বাড়ি থেকে ডেকে নেয়।
চাকুরীর লোভে তারা ১২ লক্ষ টাকা নিয়ে গত ২৯ মে বাড়ি থেকে পরিমলের কাছে ঢাকার উদ্দেশ্যে বের হয়। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছে। তাদের কাছে থাকা মোবাইল ফোনও বন্ধ রয়েছে। ধারনা করা হচ্ছে পরিমল ও তার লোকজন অসৎ উদ্দেশ্যে দুই যুবককে আটকিয়ে রেখে তাদের কাছে থাকা ১২ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে।
এছাড়াও জিডিতে আরও উল্লেখ রয়েছে পরিমল কুমার এর আগে স্বাস্থ্য সহকারী পদে চাকুরী দেওয়ার নামে দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি হাইস্কুল পাড়া গ্রামের চাঁদ আলীর ছেলে মাইনুল ইসলাম বিলাসের কাছ থেকে ৫ লক্ষ টাকা হাতিয়ে নিলেও অদ্যাবধি তাকে চাকুরী দিতে পারেনি এবং তার টাকাও ফেরত দেয়নি।