কুষ্টিয়ার জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) ও কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি মো: আসলাম হোসেন কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর।
মঙ্গলবার বিকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর সহসভাপতি ও কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকার সম্পাদক আবদুর রশীদ চৌধুরী, কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সুজন রহমান, যুগ্ম সাধারন সম্পাদক শাহীন সরকার, শহীদুর রহমান রবি, কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর নির্বাহী সদস্য তাইজাল আলী খান, নাসির বিশ্বাস ও জামাল খান।
এ সময় সংগঠনের সদস্যরা, নবাগত জেলা প্রশাসকের নিকট কুষ্টিয়ার ইতিহাস,ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার আহবান জানান।
জেলা প্রশাসক তাদের জানান, সাংস্কৃতিক রাজধানী হিসেবে এই কুষ্টিয়া জেলা অনেক আগে থেকেই পরিচিত। যার ফলশ্রুতিতেই ব্যায়বহুল শিল্পকলা একাডেমী নির্মিত হচ্ছে এ জেলায়। যা বাংলাদেশের আর কোন জেলায় এমন নয়নাভিরাম সৌন্দর্য্যপুর্ণ শিল্পকলা একাডেমী হয়নি। সাংষ্কৃতমনা মানুষে ভরপুর এই জেলাকে এগিয়ে নিতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।