বাংলা পহেলা কার্তিক বুধবার (১৬ অক্টোবর) থেকে শুরু হচ্ছে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন আঁখড়াবাড়িতে তিন দিনব্যাপী লালন মেলা। বাউল সম্রাট ফকির লালন শাহ্-এর ১২৯তম তিরোধান দিবস উপলক্ষে লালন একাডেমি চত্বরে এ মেলার আয়োজন করা হয়েছে।
বাউল সম্রাট ফকির লালন শাহ্-এর কথা ‘বাড়ির কাছে আরশিনগর, সেথা এক ঘর পরশি বসত করে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের মেলার আয়োজন করেছে লালন একাডেমি।
ফকির লালন সাঁইয়ের ১২৯তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আঁখড়াবাড়িতে থাকছে লালন মুক্তমঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবের সূচনায় আলোচনা সভা ছাড়াও প্রতিদিন গভীর রাত পর্যন্ত চলবে লালন গানের আসর।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা ও লালন একাডেমির আয়োজনে আগামী ১৬, ১৭ এবং ১৮ অক্টোবর বুধ, বৃহস্পতি ও শুক্রবার এ মেলা চলবে।
১৬ অক্টোবর বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে লালন মুক্তমঞ্চে উদ্বোধন করা হবে। প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ। দ্বিতীয় দিনে প্রধান অতিথি থাকবেন সাংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মস্তফা কামাল। তৃতীয় দিনে প্রধান অতিথি থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।
লালন একাডেমির সার্বিক তত্ত্বাবধায়ক (খাদেম) মোহাম্মদ আলী জানান, সাঁইজির ১২৯তম তিরোধান দিবস উপলক্ষে তার সাধন-ভজনের তীর্থস্থান ছেঁউড়িয়ার আখড়াবাড়ি প্রাঙ্গণে সকল আয়োজন করা হচ্ছে।
মোহাম্মদ আলী আরো জানান, দেশ-বিদেশ থেকে লালনভক্ত, বাউল অনুসারী ও সুধীজনসহ অসংখ্য মানুষের এখানে আগমন ঘটে। এখানে আসতে সাধুদের কোনো দাওয়াতের প্রয়োজন হয় না। তারা আপনা-আপনি মনের টানে এখানে ছুটে আসে। তিনদিন ব্যাপি এ লালন উৎসব চলবে আগামী ১৮ অক্টোবর শুক্রবার পর্যন্ত।
এদিকে মেলাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সাধারণ দর্শনার্থীদের নিরাপত্তায় লালন মেলা প্রাঙ্গণে কঠোর নজরদারীর ব্যবস্থা রাখছে জেলা প্রশাসন।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাত জানান, এবারের লালন মেলাকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিব্যারের মতো এবারও বিপুল পুলিশ সদস্য মোতায়েন থাকবে, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ থাকবে। পুরো মেলা পুলিশের সিসি ক্যামেরার আওতায় থাকবে। সেই সাথে বিশেষ করে মেলায় প্রবেশ পথ গুলোতে পুলিশের ৬টি চেকপোস্ট থাকবে। এবারে জেলা পুলিশের পক্ষ থেকে লালন মেলায় বিশেষ মাদকবিরোধী প্রচারনার ব্যবস্থাও নেয়া হয়েছে। আমরা মেলাকে কেন্দ্র করে ১০ অক্টোবর থেকেই মাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি।
কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মো. আসলাম হোসেন জানান, ইতোমধ্যেই আমরা লালন মেলার প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছি, বেশ কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির মাধ্যমে পুরো আয়োজনটি দেখভাল করা হচ্ছে। পুরো মেলাচত্ত্বর সিসি ক্যামেরার আওতায় থাকবে।