কুষ্টিয়ার খোকসা উপজেলা গোপগ্রাম জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে চাচা-ভাতিজা সহ দুই পক্ষের ৬ জন আহত হয়েছে।
জানাযায়, কুষ্টিয়ার খোকসার গোপগ্রামে পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের চাচা ওই এলাকার জয়নাল আবেদীনের সাথে তার -ভাতিজার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এরই জেরে সোমবার সকালে জমির সিমানা নির্ধারণের বিষয় নিয়ে চাচা ভাতিজার মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই এক পর্যায়ে দু পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জরিয়ে পরে। এতে হামলার শিকার হয়ে মহিলা ও চাচা ভাজিতাসহ অন্তত ছয়জন আহত হয়। পরে আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হয়েছে।
আহতের মধ্যে গুরুতর চাচা জয়নাল আবেদীন (৪৮), রমজান আলী(৫২), জয়নালের স্ত্রী ডলি(৪৬),কণ্যা জলি (১৯) স্বামী মোস্তাকিন, মতিয়ার রহমানের স্ত্রী নাসরিন (৩০)।
ও অপর গ্রুপের চাচা জয়নালের ভাতিজা রনী (২৫) এদের সকলের বাড়ী খোকসা গোপগ্রাম ইউনিয়নের শ্যামগঞ্জ গ্রামে বলে জানা।
গোপগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলমগির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পূর্ব শত্রুতার জেরে ও জমি জমি সংক্রান্ত বিষয়ে
গত ২-৩ মাস ধরে তাদের মধ্যে অন্তত ছিল। গত রবিবার আমিও এলাকাবাসীসহ পরিষদের সকল সদস্যরা উক্ত বিষয়টি নিয়ে মীমাংসা করে দেই । কিন্তু সোমবার সকালে কি কারণে তারা আবার নতুন করে জড়িয়ে পড়ে সে বিষয়টা আমি জানিনা তবে পরে জানতে পারলাম চাচা-ভাতিজা গোলমাল করে ৬ জন হাসপাতালে ভর্তি রয়েছে।