‘মরণফাঁদ’ হিসেবে খ্যাত কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কটিতে একের পর এক দুর্ঘটনা ঘটলেও টনক নড়ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
মঙ্গলবার সকালে কুষ্টিয়ার থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (পাবনা-ব ১৭৭২) খোকসার মোড়াগাছা ক্লাবমোড় আসতেই বাসটির চাকা পাংচার হয়ে যায়। এসময় বাসটি সড়কের পাশের একটি বড় গাছ ও তিনটি ছোট গাছের সাথে আটকে যায়। তবে কেউ নিহত না হলেও ১০ জন যাত্রী আহত হয়েছেন। তবে কারো অবস্থায় গুরুতর নয়।
গাছে আটকে যাওয়ার জন্যই যাত্রীদের বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটেনি বলে জানান প্রত্যক্ষদর্শী মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। তিনি বলেন, এ সড়কের অবস্থা এতই খারাপ যে, এ সড়কে যানবাহন চলতে গেলে যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। আমরা সড়কটি মেরামতের জোর দাবি জানাই।