কুষ্টিয়ার খোকসায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিটুর চাচা শিহাবুর রহমানের হিজলাবটের বাড়িতে বুধবার মধ্যরাতে দুর্বৃত্তরা গুলি ছুঁড়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বিটু আগামি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য এলাকায় গণসংযোগ শুরু করলে আওয়ামী অন্য নেতাদের চক্ষুশূল হয়ে যান বলে দাবি করেন তিনি। মিজানুর রহমান বিটুর রাজনৈতিক সকল কর্মকাণ্ড তার চাচা শিহাবুর রহমান চালানোয় শিহাবের উপর এত ক্ষোভ বলেও দাবি জনপ্রিয় এই নেতার।
শিহাবুর রহমান বলেন, বুধবার দিবাগত রাত ১ টার দিকে আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ গুলির শব্দে আমার ঘুম ভেঙে যায়। পরে বাইরে গিয়ে দেখি বন্দুকের ছড়রা গুলির আঘাতে আমার বাড়ির টিনের বেড়া ও চালায় অসংখ্য ছিদ্র হয়ে গেছে। আমি বিটুর রাজনৈতিক কাজ পরিচালনা করায় আমার উপরে তাদের এতো রাগ।
খোকসা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) চাকলাদার আসাদুর রহমান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু আসলে বোঝা যাচ্ছে না ঐটা গুলির আঘাত নাকি। আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি। তবে গুলির খোসা পাইনি। এ ব্যাপারে খোকসা থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে।
ওসমানপুর ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান বাবলু বলেন, ঘটনাটি আসলে দুঃখজনক। এ ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করছি।