এলাকার সার্বিক সমস্যা সমাধানের লক্ষে কুষ্টিয়ার খাজানগর ১৯ সমাজের প্রধানদের সমন্বয়ে এক আলোচনা সভা খাজানগর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, খাজানগর ১৯ সমাজের প্রধান বীর মুক্তিযোদ্ধা আবু বককর সিদ্দিক,বজলুর রহমান,ফজলুর রহমান, বিশিষ্ট মমাজ সেবক আব্দুস সালাম মোল্লা,আবুল সদ্দার, আরশাদ মোল্লা, হাজী মোহাম্মদ জিন্নাহ, মজিবার রহমান, রকিবুল হক, আনিসুর রহমান,স্থানী ইউপি সদস্য কালাম মোল্লা, লতিফ মন্ডল,তরপ আলী মন্ডল, আবুল ব্যাপারী, প্রাক্তন শিক্ষক আব্দুল মান্নান, আছের আলী (আদের), রমজান শেখ, এফ এম এনামুল হক প্রমুখ।
বক্তরা বলেন, আমাদের সমাজ সেবা করতে হলে প্রথমে নিজে দূর্ণীতি মুক্ত হয়ে এই সমাজে তথা সমাজের মানুষের সেবা করতে হবে। যেটা এই ১৯ সমাজের প্রধানদের সমন্বয়ে এই খাজানগর বৃহত্তর এলাকার জন গোষ্ঠীর নানাভাবে উপকার-জনসেবা দেয়ার পাশাপাশি পরস্পরের সহমর্মিতা থেকে সমাজ সেবার প্রবৃত্তি উন্নয়ন ঘটে চলেছে। আমরা যদি প্রতিটা মানুষ মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করি তাহলে আমাদের সমাজকে সুন্দর একটি সমৃদ্ধ এলাকা গড়ে তোলা কঠিন কাজ নয়। তাই এলাকার সব সমস্যা নিরসনে সমাজ প্রধানরা সকলের সহযোগীতা কামনা করেন।
বক্তরা আরো বলেন, আমাদের সমাজে এখনো অসহায় মানুষের অভাব নেই এবং দুঃখী দরিদ্র মানুষের সংখ্যা বেশি। দুঃখের যন্ত্রনা বহুমূখী হয় মানুষকে প্রতিনিয়ত পীড়া দেয়। তাই সমাজের প্রতিটি মানুষকে আরো সচেতন করতে হবে এবং সুখে দুঃখে তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। এছাড়া কেউ ভালো কাজ করতে চাইলে তাকে সহযোগিতা বা সাহায্য করার প্রতিশ্রুতি দেন সমাজের প্রধানগণ।