কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর কমিউনিটি ক্লিনিকে রহস্য জনক চুরির ঘটনা ঘটেছে।
চোর কমিউনিটি ক্লিনিকের দরজা ও আলমমারীর তালা ভেঙে নগদ ৭৭৮ টাকা ও কিছু ওষুধ নিয়ে গেলেও রহস্য জনক কারনে সেখানে থাকা ল্যাপটপ রেখে গেছে। এতে এই চুরির ঘটনা রহস্য জনক বলে দাবি এলাকাবাসীর। রবিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
জানাযায়, খাজানগর কমিউনিটি ক্লিনিকের সালেহা খাতুন (সি এইচ সি পি) জানান, সকাল সাড়ে ৯ টার দিকে কমিউনিটি ক্লিনিকে এসে বাহির থেকে তালা ভাঙা অবস্থায় দেখতে পান। ভিতরে প্রবেশ করে আলমারীর কাগজপত্র তছনছ করা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের ডেকে নিয়ে আসেন।
পরে বুঝতে পারেন, আলমারিতে রাখা ভিপি ম্যাশিন, কিছু ওষুধ ও নগত ৭৭৮ টাকা চুরি হয়েছে। কিন্তু কমিউনিটি ক্লিনিকের ল্যাপটপ টি চুরি যায়নি এবং কোথায় রাখা ছিল জানতে চাইলে সালেহা খাতুন কোন সদুত্তোর দিতে পারেন নি।
পরিদর্শক দিথি রহমান (এ এইচ আই) জানান, চুরির ঘটনা তিনি শুনেছেন এবং ঘটনার পর কমিউনিটি ক্লিনিক তিনি সরেজমিনে গিয়ে এই চুরির সত্যতা পেয়েছেন।