কুষ্টিয়া জেলার ইবি থানার পান্থাপাড়া ইউনিয়ন পরিষদের পাশে কুমার নদীতে ভেসে উঠলো পরিচয়হীন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধারের সময় শত শত নারী পুরুষ উপস্থিত থাকলেও কেউ মৃত ব্যক্তির লাশ দেখে সনাক্ত করতে পারিনি। পুলিশের ধারণা বেশ কয়েকদিন আগে কে বা কাহারা লোকটিকে হত্যা করে নদী দিয়ে ভাসিয়ে দেয়।
শনিবার দুপুরে লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ এবং ওসি তদন্ত জহুরুল হক সংগীয় ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।