কুষ্টিয়ার কুমারখালী জগন্নাথপুর ইউনিয়নে হোগলা গ্রামে গাজী কালু চম্পাবর্তী মেলায় র্যাফেল ড্র-এর নামে চলছে রমরমা জুয়ার ব্যাবসা। হাতিয়ে নিচ্ছে সাধারণ শ্রেনী পেশার মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা।
আকষনীয় পুরস্কার দেবার কথা বলে স্থানীয় ক্যাবল টিভিতে জুয়া খেলা সরাসরি প্রচার করে বিশ টাকা মুল্যে লটারীর মাধ্যমে সাধারণ মানুষের পকেট কেটে সবশার্ন্ত করছে একটি কুচক্র মহল ।
সাধারণ ভুক্তভোগিরা জানান দৈনিক ফাইভ স্টার র্যাফ্রেল ড্র-এর নামে লোভনীও অফার বা পুরস্কার ঘোষনা করা কথা বলে তারা প্রতিদিন ৫টা করে নতুন বাক্স চালু করছে। এবং জন প্রতি ১০টা কের টিকিট কিনছে সাধারন মানুষ এতে তারা একদিক থেকে অর্থহীহ হয়ে পড়ছে। অপর দিকে জুয়া খেলার আড্ডায় মেতে উঠছে। এই খেলা যদি দ্রুত বন্ধ করা না যায় তাহলে জুয়া খেলার মহামারী আকার ধারন করবে।
এই ধরনে খেলা বন্ধ করার জন্য প্রসাশনের প্রতি জোরালো দাবী জানাচ্ছি।