কুষ্টিয়ার কুমারখালীতে ভ্রাম্যমাণ আদালতে ৪ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের ঘোড়াঘাট বাজার ও কয়া বাজারে মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল এবং বিভিন্ন দোকানে মুল্য তালিকা না থাকা হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
আজ সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার( ভূমি) নূর এ আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে কয়া ঘোড়াঘাট বাজারের রাসেল ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি ও মজুত রাখার অপরাধে ফামের্সী মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় এবং কয়া বাজারে নির্মল ষ্টোর, জাহাঙ্গীর ষ্টোর, হাসান ষ্টোরে মূল্য তালিকা না থাকা, হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ পন্য বিক্রয় করায় ১৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
এ সময় স্থানীয় জনগনের উপস্থিতিতে কুলসুন সেমাই ও কনফিডেন্স লবন ধ্বংস করা হয়।