কুষ্টিয়ার কুমারখালীতে ভয়াবাহ অগ্নিকান্ডে একটি বসত বাড়ি পুরে ছায় হয়ে গেছে। আজ শুক্রবার দুপুরে কুমারখালী তেবাড়িয়া, সংলগ্ন ঝাউতলা নুরুল ইসলাম হিরোর বাড়িতে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর অনুমানিক দেড় টার দিকে আগুনের শুত্রপাত হয়। মুহূর্তেরর মধ্য আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলে পুরো বাড়ি। এসময় প্রতিবেশীরা টের পেয়ে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেয়া হয় ফেয়ার সার্ভিস অফিসে। পরে দমকল সসদ্যরা পৌছানোর আগেই পুরে ছায় হয়ে যায় বাড়িটি।
জানাযায়, ওই বাড়ির হিরোর স্ত্রী চুলার আগুনে তরকারী বসিয়ে পাসের বাসায় বড়ই আনতে যায়। এসময় চুলার আগুন রান্না ঘরে ছড়িয়ে পরে। শুক্রবার জুম্মার দিন হওয়ায় নামাজ আদায়ে মসজিদে থাকে এলাকাবাসী। এতে পানি সরর্বাহে করতে না পারাই পুরো বাড়ি তখন তার নিয়ন্ত্রণে নিয়ে ফেলে আগুন।
এলাকাবাসীর অভিযোগ, ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে আসলে ক্ষয়ক্ষতির পরিমান কম হতো। বেশ কিছু সময় পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দীর্ঘ আধা ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় । ততোক্ষণে বাড়ির মূল্যবান আসবাবপত্র সহ আসপাশের গাছপালা পুরো গ্রাস করে ফেলে আগুনের লেলিহান শিখা। প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে জানিয়ের পরিবারের সদস্যরা।
ফায়ার সার্ভিস ইনচার্জ রমেশ কুমার সাহ জানান, তারা কোন বিলম্ব করেনি। ফোন পেয়ে ততক্ষণিক ছুটে যায় ঘটনা স্থলে। এসে তাদের কর্মী ও স্থানীয় সহযোগি তাই আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন পুরো নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। রান্নাঘরের চুলার আগুন থেকে এই ঘটনার সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করেন তিনি।