কুষ্টিয়ায় নিখোঁজের ২ দিন পর এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কয়া গ্রামের হঠাৎ পাড়ার একটি পরিত্যাক্ত বাড়ি থেকে ওই গৃহ বধুর লাশ উদ্ধার করে পুলিশ।
ওই গৃহবধুর নাম রুবি বেগমম( ৪০)। সে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কয়া গ্রামের আজবাহার আলীর স্ত্রী।
পুলিশ জানায়, কয়া গ্রামের এলাকার আজবাহার আলীর স্ত্রী গত শুক্রবার নিখোঁজ হয়। এর পর সাম্ভব্য সব জায়গাতে খুঁজে আর তাকে পাওয়া যায়নি। এর এক পর্যায়ে আজ রোববার পরিত্যাক্ত বাড়িতে গলাই ফাঁস দেয়া অবস্থায় ঝলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন কয়া পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌছে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। তবে এ মৃত্যু রহস্য জনক বলে দাবি করেছে এলাকাবাসী।