কুষ্টিয়া-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ কুমারখালীর সদকী ইউনিয়নে দু্র্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অধীনে গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় ঘরের চাবি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা আওয়ামীলিগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব সামছুজ্জাসান অরুন, উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান, সহকারী কমিশনার ভূমি কুমারখালী মোহাম্মদ নুর-এ-আলম,
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সদস্য, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিলাইদহ ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন খান তারেক, সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ, জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ খান, যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর হারুনুর রশিদ হারুন, প্যানেল মেয়র ও কাউন্সিলর এস এম রফিকুল ইসলাম রফিক প্রমুখ।