কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঝাউদিয়া গ্রামে গত ১৬ ফেব্রুয়ারি ভয়াবহ আগুনে পুড়ে যায় হিরোর সম্পন্ন বাড়ী ঘর। এ ঘটনার এক সপ্তাহ পর কুষ্টিয়ার রোটারী ক্লাবের পক্ষ থেকে আর্থিক সাহায্য ও আসবাবপত্র উপহার দেন হিরোর পরিবারের হাতে।
শনিবার দুপুরে হিরোর বাড়িতে উপস্থিত হয়ে রোটারী ক্লাবের প্রেসিডেন্ট নমিনী সৈয়দা উম্মে হাবিবা, সাধারণ সম্পাদক এন এম আলিমুল হক সনজু,যুগ্ন সাধারন সম্পাদক রাসেল পারভেজ রোটারিয়ান জাহিদুল রনি ও আবু হাসান লিটন পৌরসভার তেবাড়ীয়া হিরোর বাড়ির সদস্যের হাতে নগত অর্থ, তোষক, বালিশ ও বেডসিট তুলেদেন।
উল্ল্যেখ্য চলতি মাসের ১৬ তারিখ শুক্রবার দুপুরে জুম্মার নামাজের সময় রান্নাঘরের চুলার আগুনে ক্ষতিগ্রস্ত হিরোর পরিবারের সবকটি ঘরবাড়ি পুড়ে যায়। খোলা আকাশের নিচে বসবাসরত পরিবারকে ইতোমধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান ও ব্যাক্তি আর্থিক সাহায্যে পেয়েছে।